Site icon অবিশ্বাস

দাউদকান্দিতে দেবোত্তর সম্পত্তি দখলের পাঁয়তারা ৫ জনের বিরুদ্ধে মামলা

জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ আকালিয়ায় দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে গত ১৯ জানুয়ারি কুমিল্লার দ্বিতীয় কগনিজেন্স আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই সম্পত্তির সেবায়েত জয়দেব চন্দ্র এই মামলা দায়ের করেন। অভিযোগে জানা গেছে, দাউদকান্দির বড় গাজীপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম আজাদের নেতৃত্বে তাদের কেনা সম্পত্তি বলে দাবি করে দক্ষিণ আকালিয়া মৌজার বাতাকান্দির এক একর ৩২ শতক দেবোত্তর সম্পত্তি দীর্ঘদিন থেকে দখলের পাঁয়তারা করে আসছে। ওই জমিতে গত ১৮ জানুয়ারি জোর করে প্রাচীর নির্মাণের চেষ্টা করলে সেবায়েতরা তাতে বাধা দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মামলার বাদি জয়দেব জানান গত ভূমি জরিপের সময় নিজেদের নাম জারি করতে ব্যর্থ হয়ে জাল দলিলের মাধ্যমে আবুল কালাম আজাদ দেবোত্তর সম্পত্তি দখলের জন্য সেবায়েতদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। কখনো পুলিশের সহযোগিতাতেও তাদের হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে। বাতাকান্দি বাজারসহ দক্ষিণ আকালিয়া মৌজায় কয়েকটি জায়গা নিয়ে সৃষ্ট জটিলতায় আবুল কালাম আজাদ ছাড়াও তার ভাই শফিউল আজম পলু, নাহিদুল হক, নাদিরা বেগম ও আজাদের মা প্রাথমিক স্কুল শিক্ষিকা খাদিজা আকতারের বিরুদ্ধে একই আদালতে আরো ৩টি মামলা রয়েছে। মামলাগুলো দাউদকান্দি থানায় তদন্তাধীন বলে জানা গেছে। এদিকে আজাদ ও তার ভাই পলুর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠছে।

সংবাদ, ২১ জানুয়ারি ২০০২

Exit mobile version