Site icon অবিশ্বাস

দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

ঘোড়াঘাটে ডিজিটাল নিরাপত্তা আইনে ইফতেখার আহমেদ খান বাবু নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। ইফতেখার ঘোড়াঘাট উপজেলার খোদদাতপুর গ্রামের মৃত সাহাবউদ্দীনের ছেলে ও ডেল্টা টাইম অনলাইন পত্রিকার সাংবাদিক। ৩০ ডিসেম্বর বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

এদিকে রাত সাড়ে ১০টায় পুলিশ যখন তার বাড়িতে অভিযান শুরু করে তখন সাংবাদিক ইফতেখারের ফেসবুক থেকে দেয়া একটি লাইভ ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক লাইভে তিনি পুলিশকে বারবার ওয়ারেন্ট দেখাতে বলছিলেন। ওয়ারেন্ট ছাড়া তিনি বাড়ি থেকে বের হতে না চাইলে পুলিশ গ্রিল এবং দরজা ভাঙার জন্য আঘাত করছিল। বিকট শব্দে তার স্ত্রী কোহিনুর বেগম ও ৩টি শিশু ঘুম থেকে উঠে আহাজারি শুরু করে। লাইভে সাংবাদিক ইফতেখার বলেন, আমাকে থানায় নিয়ে নির্যাতন করা হবে। কারণ তিনি ওসির অনিয়ম সম্পর্কে ফেসবুকে লিখেছেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, ভুয়া তথ্য প্রচারের দায়ে বুধবার রাতে এসআই দুলু ও খুরশীদ আলম তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেছেন। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের বিষয়ে ওসি জানান, নিয়মিত মামলার আসামিকে ধরতে ওয়ারেন্ট লাগে না।

যুগান্তর

Exit mobile version