Site icon অবিশ্বাস

দিনাজপুরের চিরিরবন্দরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করে চিরিরবন্দর থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। আটককৃত ধর্ষণ চেষ্টাকারী চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের বেন্ডোপাড়ার মো. বাবলু হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (২৭)।

রবিবার (৮ মার্চ) বিকালের দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশুর সাথে স্কুলের পাশেই একটি মুদিখানা দোকানের ভেতর এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। স্কুলের পাশেই ধর্ষণ চেষ্টাকারী রফিকুল ইসলামের একটি মুদিখানার দোকান আছে। স্কুল ছুটি হওয়ার পরে শিশুটি বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম কৌশলে শিশুটিকে তার মুদিখানার দোকানের ভেতরে নিয়ে যায়।

সেখানে ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার সময় ওই শিশুর সহপাঠি মো. মাহফুজ আলম একই দোকানে খাবার কিনতে যায়। শিশু মাহফুজ আলম খাবার কিনতে গিয়ে দেখে ওই মেয়েটিকে দোকানের ভেতরে ঢুকিয়ে বিবস্ত্র করেছে রফিকুল ইসলাম। সহপাঠিকে রক্ষা করতে শিশু মাহফুজ আলম কৌশলে দোকান থেকে ফিরে এসে তার বন্ধু লিমন, আলমসহ প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। মুহূর্তের মধ্যেই বিষয়টি জানাজানি হলে ধর্ষণের চেষ্টাকারী রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী ধর্ষণের চেষ্টাকারী রফিকুল ইসলামকে আটক করে মারপিট করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত রফিকুল ইসলাম এর আগেও এরকম ধর্ষণ চেষ্টার অভিযোগে তিন মাসের জেল খেটেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।

বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার বলেন, ‘আমাকে যখন আমার ছাত্ররা এসে এ বিষয়ে বলছে সঙ্গে সঙ্গে ওই মুদি দোকানে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। সেখান থেকে ধর্ষণ চেষ্টাকারী মো. রফিকুল ইসলাম পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে বিদ্যালয়ের ঘরে বন্দি করে রাখি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে রফিকুল ইসলামকে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সুত্র

Exit mobile version