Site icon অবিশ্বাস

দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের পর অশ্লীল ছবি ফেসবুকে দিলেন রেল পুলিশ সদস্য

দিনাজপুরের পার্বতীপুরে এক নারীকে ধর্ষণ ও পরে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় রেলওয়ে পুলিশের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

 

গ্রেফতার রেলওয়ে পুলিশের সদস্যের নাম গোপাল মহন্ত (১৯)। পার্বতীপুর উপজেলার রেলওয়ে সাহেব পাড়া এলাকার বিশ্বজিৎ কুমার মহন্তের পুত্র।

রেলওয়ে পুলিশ জানায়, গত ৯ অক্টোবর একই এলাকার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে গোপাল। এ সময় মোবাইলেও অশ্লীল ছবি ধারণ করে রাখে সে। পরে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে গোপাল।

ওসি এমদাদুল হক জানান, “এ ঘটনায় সোমবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ওইদিন রাতেই অভিযুক্ত গোপালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও একটি মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা ট্রিবিউন

Exit mobile version