Site icon অবিশ্বাস

দিনাজপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণধোলাই

দিনাজপুরের চিরিরবন্দরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানায়, ১১ জুন মঙ্গলবার বিকেলে চিরিরবন্দরের হরিশচন্দ্রপুর মুন্সিপাড়ায় বাড়ির বাইরে খেলছিল শিশুটি। এ সময় তাকে টাকা দেয়ার লোভ দেখিয়ে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে পাশের গ্রামের মোস্তাকিম।

তবে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোস্তাকিমকে গণধোলাই দেয়।

পরে পুলিশ গিয়ে তাকে আটক করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শিশুটিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চ্যানেল টোয়ান্টি ফোর

Exit mobile version