Site icon অবিশ্বাস

দিনাজপুর: বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনী নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নানী-নাতনী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুরী পাকা রাস্তার মোজাফ্ফর আলীর বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই ইউনিয়নের জগদিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী জহুরা বেওয়া (৪৫) ও তার নাতনী জহুরুল ইসলামের মেয়ে জুঁই (০৭)।

আহত দুইজন নিহত জহুরার ছেলে মাজম (২০) ও তার সঙ্গী স্বাধীন (১৬)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন জানান, জগদিশপুর গ্রাম থেকে চারজন মোটরসাইকেলে বীরগঞ্জ শহরে আসছিলেন। তারা কৈকুর গ্রামের  পাকা রাস্তার মোজাফ্ফর আলীর বাসার সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নানী-নাতনী নিহত ও দুইজন আহত হন।

এ ঘটনার পর ঘাতক ট্রাকটির চালক ওই উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ট্রাকটি রেখে পালিয়ে গেছে। এদিকে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিতস্থানটি আটকে যান চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানান তিনি।

বাংলা নিউজ

Exit mobile version