Site icon অবিশ্বাস

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড অপ্রতিরোধ্যভাবে সংঘর্ষ, লুটপাট ও ছিনতাই চলছে

বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, তালা থানার পুলিশ বুধবার উপজেলার বালুচর এলাকার একটি আমবাগান থেকে পঞ্চানন মল্লিক নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃত পঞ্চানন মল্লিকের (৫০) বাড়ী উপজেলার কাটাখালী গ্রামে। পুলিশ সূত্র জানায়, একদল সন্ত্রাসী পঞ্চানন মল্লিককে তার বাড়ির পাশের মাঠ থেকে অপহরণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে খুন করে তার মৃতদেহ বালুচর এলাকার একটি আমবাগানের মধ্যে ফেলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের সন্দেহ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এ কাজ করতে পারে। তার হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ অবগত নয়। এ ব্যাপারে তালা থানায় মামলা হয়েছে। মাগুরা: বৃহস্পতিবার মাগুরা জেলার সদর উপজেলায় এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকার মাছ লুট হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসী লাল্টুর নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত ভরত বিশ্বাসের ওপর চড়াও হয়ে তার মাছ লুট করে নিয়ে যায়। ভরত বিশ্বাস এ সময় মাছ বিক্রি জন্য রিক্সায় করে নিয়ে যাচ্ছিল। মাছ লুট করার পর সন্ত্রাসীরা থানায় অভিযোগ না করার জন্য ভরত বিশ্বাসকে হুমকি দিয়ে যায়। ঝিনাইদহ সংবাদদাতা জানান, শহরের চাকলাপাড়ার সন্যাসী অধিকারীর বাড়ি থেকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। জানা যায়, ৫ জনের একটি সন্ত্রাসী দল সকাল সাড়ে ৭টার দিকে সন্যাসী অধিকারীর বাড়িতে প্রবেশ করে টেলিভিশন, রেডিও স্বর্ণসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এদিকে সন্ত্রাসীরা পঞ্চরাম পোদ্দার নামক একজনের বাড়ি থেকেও গরু ও মালামালসহ প্রায় ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। জয়পুরহাট থেকে সংবাদদাতা জানান, গত ২১ ডিসেম্বর একদল সন্ত্রাসী একজন কাপড় ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার দিন মনোরঞ্জন মাে রায়াড়ী এবং নারায়ণ চন্দ্র মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল রাত ৮টার দিকে পাঁচবিবি সরকারী গোরস্থানের নিকট তাদের আক্রমণ করে। এ সময় মনোরঞ্জন মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তাদের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা হয়েছে।

অবজারভার, ১ জানুয়ারি ২০০২

Exit mobile version