Site icon অবিশ্বাস

দৈনিক মানবকণ্ঠের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

‘মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও আক্রমণাত্মক’ সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন।

গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকের কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট আদালতে মামলাটি গ্রহণের আবেদন করেন।

আসামি করা হয়েছে- দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, প্রকাশক জাকারিয়া চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ও শামীমা নাসরিন এবং সিইও সৌরভ হাসান ভূঁইয়াকে।

আদালত মামলার আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি ধারায় দায়েরকৃত মামলার নম্বর-৩২৪/২০২০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Exit mobile version