Site icon অবিশ্বাস

‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে ডিজিটাল আইনে কুমিল্লায় একজন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইয়াছিন দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকার গোলাপ মিয়ার ছেলে। শনিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

৮ আগস্ট রোববার সকালে এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গত ২১ জুলাই দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের সামনে লাইকিতে ভিডিও করেন ইয়াসিন। পরে ইয়াছিনের আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে ‘অসন্তোস’ সৃষ্টি হয়৷

পরে ঘটনাটি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে মসজিদের সিঁড়ি দিয়ে উঠে খোলা জায়গায় হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণীকে নাচতে দেখা যায়। এ ঘটনায় ওই তরুণীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়াছিনের লাইকি আইডিতে ৯ লাখ ৪২ হাজার ফলোয়ার রয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গত জুন মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদটি দেখতে অনেকেই সেখানে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version