Site icon অবিশ্বাস

ধর্ম নিয়ে কথিত কটূক্তি: আরেক বাউলশিল্পীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা

পালা গানে ধর্ম নিয়ে কটূক্তি করার কথিত অভিযোগে রিতা দেওয়ান নামের এক বাউলশিল্পীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান।

বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ইউটিউবে সেই পালা গানের ভিডিও ছড়িয়ে পড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনেন আইনজীবী ইমরুল হাসান।

এদিকে রিতা দেওয়ানের গানটি ইউটিউবে ছড়ানোর পর গত ১ ফেব্রুয়ারি ক্ষমা চেয়েছেন বাউলশিল্পী রিতা দেওয়ান। ‘গান রুপালি এইচডি’ নামের একটি ইউটিউব চ্যানেলে দুই মেয়ে পাশে নিয়ে একটি সাক্ষাৎকারে তিনি ক্ষমা চান।

এর আগে গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক পীর এ কামেল হযরত হেলাল শাহ’র ১০ম বাৎসরিক মিলন মেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে শরিয়ত বয়াতি নামের এক শিল্পীর বিরুদ্ধে।

এই অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের জামে মসজিদের ঈমাম ফরিদুল ইসলাম মির্জাপুর থানায় মামলা করেন।

ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন শরিয়ত বয়াতি। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

শরিয়ত বয়াতির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কথা বলতে হয়েছে সংসদের অধিবেশনে।

গত ২২ জানুয়ারি সংসদে এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, শরিয়ত বয়াতি নিশ্চয়ই কোনো অপরাধে সম্পৃক্ত বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডি নিউজ

Exit mobile version