Site icon অবিশ্বাস

ধর্ষণের পর হত্যা: টাঙ্গাইলে ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে এক ধর্ষণের পর হত্যা মামলায় এক নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ১২  মার্চ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডিতরা হলেন- কালিহাতী উপজেলার রহিজ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরু (৬৫) ও বাসাইল উপজেলার নাজির হোসেনের স্ত্রী নাজমা (৩২)।

রায় ঘোষণার সময় তারা আদালদের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাদের এক লাখ টাকা জরিমানাও করেছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল আক্তার বলেন,কালিহাতী উপজেলার ফৈলার ঘোনা গ্রামের মো. আব্দুল আলীমের মেয়ে অশাকে ২০১৬ সালের ১৮ স্থানীয় মান্দাই বিলের কাছে নিয়ে ধর্ষণ করেন নূর মোহাম্মদ। পরে নাজমার সহায়তায় বিলের পানিতে চুবিয়ে ও শ্বাসরোধ করে অশাকে হত্যা করেন তিনি।

অশা টাঙ্গাইল শহরের এনায়েতপুরে নানার বাড়িতে থাকতো। অশাকে ১০/১২ দিন খুঁজে না পেয়ে তার বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা কালিহাতী থানার এসআই মো. নাসির উদ্দিন নাজমাকে গ্রেপ্তার করলে তিনি আদালতে জবানবন্দি দেন। এর প্রেক্ষিতে নূরকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ মে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

বিডি নিউজ

Exit mobile version