Site icon অবিশ্বাস

ধানমন্ডিতে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫শ’ ভরি স্বর্ণ লুট

রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজায় লুটের ঘটনা ঘটেছে। এতে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে প্রায় ৫শ’ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। টয়লেটের জানালা ভেঙে মার্কেটে প্রবেশ করে দুর্বত্তরা।

পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের কর্মকর্তরা গেছেন। তারা বিষয়টি দেখছেন। সি সি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আইন আনুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তবে প্রাথমিকভাবে জড়িতরা পেশাদার লোক বলে ধারণা করছে পুলিশ।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকর বলেন, ‘রাপা প্লাজার দোতলায় আমার দোকান। গতকাল রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। সকালে আমাকে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয়, দোকানে ডাকাতি হয়েছে। তালা ভেঙে ও খুলে স্বর্ণ নিয়েছে। আমার প্রায় ৫০০-৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।’

ডিবিসি নিউজ

Exit mobile version