Site icon অবিশ্বাস

নওগাঁর ধামইরহাটে আদিবাসী কৃষকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলার উদয়শ্রী গ্রামে শিবলাল হাসদা (৫২) নামে এক আদিবাসী কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে বাড়ির পাশে বাগানের একটি কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

শিবলাল হাসদা উদয়শ্রী গ্রামের বাসিন্দা এবং দুই স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে খাবারের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ওই কাঠালগাছের সাথে তার মাটিতে হাঁটুমোড়ানো অবস্থায় গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়।

গ্রামবাসী জানান, এক সময় তার অনেক সম্পদ ছিল। কিন্তু মূর্তি ব্যবসার সাথে জড়িয়ে পড়ায় তার সহায় সম্পদ সব কিছু শেষ হওয়ায় দুই পরিবার নিয়ে তার মাঝে হতাশা বিরাজ করছিল। হতাশা থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে। আবার মূর্তি ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে বলে অনেকেইে মন্তব্য করেছেন।

ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরেই শিবলাল হাসদার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

পুণ্ড্র কথা ।  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version