Site icon অবিশ্বাস

নওগাঁর ধামইরহাটে ভগ্নিপতির বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে ভগ্নিপতির বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চকচৈতন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। ৮ আগস্ট রোববার শ্যালিকা বাদী হয়ে ভগ্নিপতির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

 

রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক জুয়েল হোসেনকে আটক করে। ধর্ষক জুয়েল হোসেন চকচৈতন্যপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত চকচৈতন্যপুর গ্রামের জুয়েল হোসেনের শ্যালিকা (২১) গত শনিবার বিকালে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়ার পর তার শ্যালিকা অন্য ঘরে ঘুমাতে যান।

রাতে ভগ্নিপতি জুয়েল হোসেন জোরপূর্বক শ্যালিকাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে শ্যালিকা বিষয়টি তার পরিবারকে জানানোর পর রোববার থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, বাদীর লিখিত অভিযোগটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ভগ্নিপতি জুয়েল হোসেনকে আটক করে সোমবার কোর্টহাজতে পাঠানো হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যুগান্তর

Exit mobile version