Site icon অবিশ্বাস

নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণ

নওগাঁর বদলগাছীতে ৩য় শ্রেনীর এক প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৮ জুন মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আধাইপুর গ্রামের আব্দুল মান্নান (৪২) নামে এক বখাটে প্রতিবন্ধী শিশুকে ফুসলিয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় তার বাড়িতে কেউ ছিলো না। পরে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। এছাড়া পরে ওই শিশু ঘটনার কথা তার মায়ের কাছে খুলে বলে।

স্থানীয়রা জানিয়েছেন- ঘটনার পর বিষয়টি সমঝোতা করতে গ্রামে কয়েক দফা শালিস বৈঠক হয়েছে। তবে কোন সুরাহা হয়নি। পরে ভিকটিমের মা থানায় মামলা করেছেন।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, মামলা গ্রহণের পর তদন্ত চলছে। অভিযুক্ত মান্নান পলাতক রয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

যমুনা টিভি

Exit mobile version