Site icon অবিশ্বাস

নওগাঁর মান্দায় চারজনের বিরুদ্ধে গৃহবধূর ধর্ষণ মামলা

নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক গৃহবধূ (৩৫)। গতকাল বুধবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন তিনি।

 

মামলার আসামিরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়নের দাওয়াইল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল রানা (৩৫), হলুদঘর গ্রামের আব্দুল মতিনের ছেলে রতন (৩২), আজগর আলীর ছেলে শাহজাহান আলী কালু (৩২) ও মৃত ফজের আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম গৃহবধূর স্বামী একজন ভ্যানচালক। বাড়তি আয়ের জন্য স্ত্রীকে বসতবাড়ির সঙ্গে লাগানো একটি ঘরে চায়ের দোকান করে দেন। আসামিরা নিয়মিত ওই দোকানে যাওয়া আসা করেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, দোকানে যাতায়াতের সুবাদে জুয়েল রানা প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রায় একবছর আগে বিয়ের প্রলোভন দিয়ে জুয়েল রানা তাকে ধর্ষণ করে। বিষয়টি জুয়েল রানা প্রকাশ করে দেন তার বন্ধু রতনের কাছে।

গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি স্বামীকে বলে দেওয়ার ভয় দেখিয়ে রতনও আমাকে ধর্ষণ করে। পরবর্তীতে জুয়েল রানার বন্ধু শাহজাহান আলী কালু ও আব্দুল হান্নান বিষয়টি জেনে যায় ও বিভিন্নভাবে উত্যক্তসহ ধর্ষণের চেষ্টা চালায়। উপায়ান্ত না দেখে স্বামীর কাছে আমি সববিষয় প্রকাশ করে দিই।’

মান্দা থানার ওসি শাহিনুর রহমান মামলার সত্যতা শিকার করে বলেন, ‌‘ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক

Exit mobile version