Site icon অবিশ্বাস

নওগাঁয় একদিনে মাদরাসার ২ শিক্ষার্থীকে ধর্ষণ, আটক ২

একই দিনে নওগাঁর ধামইরহাট উপজেলার পৃথক গ্রামে দুই মাদরাসার শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার বড়থা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে হেলাল হোসেন (২৫) ও বৈদ্যবাটি এলাকার সাবের আলীর ছেলে মাহফুজুর রহমান (২৮)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম জানান,৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মাদরাসা ছুটির পরে বাড়ি ফেরার পথে বড়থা-কাজিপুর গ্রামের ধান খেতের মাঠে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হেলাল জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে কৃষকরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ধর্ষক হেলালকে আটক করে। এ ব্যাপারে রাতে ধর্ষিতার মা বেগম বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।

এদিকে, একইদিন উপজেলার অন্য একটি গ্রামে ৯ম শ্রেণির মাদরাসার ছাত্রীকে একা পেয়ে মাহফুজুর রহমান প্রতিবেশীর বাড়িতে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ধর্ষক মাহফুজুর রহমানকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।

ওসি জানান, পৃথক দুটি ধর্ষণের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের সত্যতা স্বীকার করেছেন এবং তাদের কোর্টে চালান দেয়া হয়েছে।

ইউএনবি

Exit mobile version