Site icon অবিশ্বাস

নওগাঁয় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতার ওপর হামলার প্রতিবাদ

নওগাঁয় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সভাপতি রাম সরকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২৪ জুন বুধবার দুপুরে শহরে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা।

 

শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অধ্যাপক প্রণব রঞ্জন বসাক, পৌর কমিটির সাধারণ সম্পাদক সুশীল সরকার, সদস্য দেবাশীস সরকার প্রমুখ। বক্তারা বলেন, শহরের আলু পট্টিতে সানরাইজ ক্লাবের সাধারন সম্পাদক রনি ক্লাবের নাম ভাঙ্গিয়ে আলু পট্টি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত ১৩ জুন মঞ্জুর হোসেনের দোকানে ক্লাবের সাইন বোর্ড ঝুলিয়ে দেয় রনি। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সভাপতি রাম সরকার প্রতিবাদ করলে সন্ত্রাসী রনি ও তার ক্যাডার বাহিনী দিয়ে তাকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয় স্থানীয়রা।

বক্তারা অবিলম্বে সন্ত্রাসী রনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক জনকণ্ঠ

Exit mobile version