Site icon অবিশ্বাস

নওগাঁ থেকে জেএমবির সক্রিয় জঙ্গি আটক

নওগাঁ সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য ফজলে রাব্বি ইসলাম ওরফে রিমনকে (২০) আটক করেছে বরিশাল র‌্যাব-৮।

 

২৮ নভেম্বর শনিবার রাতে তাকে আটক করে র‌্যাব-৮’র বিশেষ দল। আটক রাব্বি নওগাঁ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কোমাইগাড়ী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে।

২৯ নভেম্বর রবিবার সন্ধ্যায় র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাব্বি র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে। সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, নওগাঁ, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও র‌্যাবকে জানিয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন

Exit mobile version