Site icon অবিশ্বাস

নড়াইলে পূজা মণ্ডপে হামলা- ভাঙচুর, আহত ৩

 নড়াইলের সদর উপজেলার চণ্ডীবরপুরে একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে সন্ত্রাসীরা।

 

মন্দিরের মাঠে অস্থায়ী দোকান, পূজা মণ্ডপে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। ব্রিটিশ বংশোভূত এক খ্রিস্টান যুবকসহ তিনজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

দুর্গাপূজার নবম দিন ২৫ অক্টোবর রবিবার রাত ১১ টার দিকে চণ্ডীবরপুর ইউনিয়নের পশ্চিমপাড়া আদিবাসী মন্দিরে এ ঘটনা ঘটে। ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা এ ঘটনায় পর্যন্ত কোনও মামলা করা হয়নি।

স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, একদল সন্ত্রাসীরা চণ্ডীবরপুর পশ্চিমপাড়া পূজা মন্ডপে নাচের সময় মহিলাদের হয়রানি করছিল এবং স্থানীয় কয়েকজন তাদের বাঁধা দেয়ার চেষ্টা করে।

রাত দশটার দিকে, নয়টি মোটরসাইকেলে কমপক্ষে ২৫ জন লোক উঠে আসে, তারা স্থানীয় অস্ত্র  ছুরি, চাইনিজ কুড়াল, রড এবং লাঠি দিয়ে সজ্জিত হয়ে মন্দিরের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় বেশ কয়েকজনকে মারধর করা হয়।

স্থানীয় খ্রিস্টান যুবক আশিস দেবারোসকে থামানোর চেষ্টা করতে গেলে তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। আশীষ বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি শঙ্করপুরে নীল চাষকারী ইংলিশ দেবারোস পরিবারের বংশধর অ্যান্টন দেবারোজের ছেলে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালিদাস বিশ্বাস বলেছেন: “ঘটনার খবর পেয়ে পুলিশ এসেছিল তবে আমাদেরকে ভাঙচুর করা জিনিসগুলি ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে বলেছিল। তারা আমাদের এই ঘটনার ভিডিও রেকর্ড করতে দেয়নি। ”

ঢাকা ট্রিবিউন

Exit mobile version