Site icon অবিশ্বাস

নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় তাদের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার এসআই মৃত্যুঞ্জয় কীর্তনিয়া জানান, গ্রেপ্তারের পর শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার মো. রমজান আলী (৪২) উপজেলার বাহ্রা ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের প্রয়াত আয়নাল মোল্লার ছেলে।

এসআই মৃত্যুঞ্জয় কীর্তনিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের ১১ মার্চ রমজানের এক প্রতিবেশী তার চৌদ্দ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে রমজানকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন।

“রমজান ধর্ষণ করেছেন বলে ওই কিশোরী আদালতে জবানবন্দিও দিয়েছিলেন।”

মৃত্যুঞ্জয় জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার গালিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version