Site icon অবিশ্বাস

নবীগঞ্জে ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তির গুজব রটিয়ে হিন্দু কিশোরকে হয়রানী, গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির গুজব ওঠায় হিন্দু সম্প্রদায়ের এক কিশোরকে হয়রানিমূলক গ্রেফতার করার অভিযোগ উঠেছে। 

 

২২ মার্চ সোমবার রাতে আশীষ ভট্টাচার্য্য (১৬) নামের ঐ কিশোরকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের অরুন ভট্টাচার্য্যের পুত্র আশীষ।

জানা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছে বলে আশীষের বিরুদ্ধে গুজব রটিয়ে স্থানীয় ধর্মান্ধ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করানো হয়।

পরে নবীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় একদল পুলিশ তাকে হয়রানিমূলক গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতনের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়।

কালের কণ্ঠ

Exit mobile version