Site icon অবিশ্বাস

‘নবী মুহম্মদের ২৩ বছর’ বই এবং রোদেলা প্রকাশনী নিষিদ্ধ

প্রাণের মেলা একুশে ফেব্রুয়ারির বই মেলায় নিষিদ্ধ হয় নবী মুহম্মদের ২৩ বছর (অনুবাদ)’। এখানে উল্লেখ্য যে এটি সরকার কতৃক সরাসরি কোন নিষেদ্ধাজ্ঞা ছিলো না, বরং হেফাজতের দাবীর মুখে বাঙলা একাডেমি নিষিদ্ধ করে। একই সাথে তারা স্বপ্রণোদিত হয়ে বইটির প্রকাশক রোদেলা প্রকাশনীকেও নিষিদ্ধ ঘোষণা করে! বই প্রকাশের দায়ে রোদেলা প্রকাশনীর মালিক জঙ্গিদের থেকে মেরে ফেলার হুমকি পেয়েছেন।

সময় নিউজ টিভি

Exit mobile version