Site icon অবিশ্বাস

নরসিংদীতে কাভার্ডভ্যানের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর টাটা পাড়া এলাকার ইসলাম সিএনজি স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল ঢাকার মতিঝিল এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাধবদী ইসলাম সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী একটি মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়। ওই সময় কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির সাথে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। ঘাতক চালকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালানো হচ্ছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Exit mobile version