Site icon অবিশ্বাস

নরসিংদীতে জঙ্গি স্বামী-স্ত্রী নিহত

১৬ অক্টোবর মঙ্গলবার পুলিশের অভিযানে তারা নিহত হন।

সোমবার রাত হতে নরসিংদীর মাধবদী উপজেলার ভগীরথপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানা হিসেবে দুটি বাড়ি ঘিরে রাখেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সদস্যরা। মঙ্গলবার বিকেল পাঁচটায় ওই বাড়িতে ‘অপারেশন গর্ডিয়ান নট’ অভিযান চালানো হয়। এতে নিহত হন আবদুল্লাহ ও তাঁর স্ত্রী আকলিমা। পুলিশের দাবি, নিহত আবদুল্লাহ নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান।

র‍্যাবের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ২০১৬ সালের ১৬ আগস্ট আকলিমাসহ তিন নারীকে রাজধানীর মিরপুরে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৪। র‍্যাব সম্প্রতি তাঁদের আরেক বান্ধবী শাহনাজ আকতার ওরফে সাদিকাকে গ্রেপ্তার করে। রাজধানীর ডেমরা এলাকা থেকে গত ৩০ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এই চারজনের মধ্যে মঙ্গলবারের অভিযানে আকলিমা আকতার নিহত হন। পুলিশ বলছে, তাঁরা কয়েক মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

দৈনিক প্রথম আলো | সমকাল

Exit mobile version