Site icon অবিশ্বাস

নরসিংদীতে বাসচাপায় নারী নিহত

নরসিংদীর শিবপুরে উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় হেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হেনা উপজেলার কামারটেক এলাকার মোসলেহ উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা সুপারের যাত্রীবাহী একটি বাস ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিলো। পথে চৈতন্য বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার জন্য দাড়িয়ে থাকা হেনাকে বাসটি চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের সহযোগিতায় নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলা নিউজ

Exit mobile version