Site icon অবিশ্বাস

নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৮ নভেম্বর) রাতে অভিযুক্ত পাপ্পু খন্দকারের বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার গৃহবধূ। গত ২৬ অক্টোবর এ ধর্ষণের ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হুমায়ূন কবীর মামলার বিষয়টি নিশ্চিত করেন

 

অভিযুক্ত পাপ্পু খন্দকার ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলম খন্দকারের ভাই।

পুলিশ ও গৃহবধূর পরিবার জানায়, গত ২৬ অক্টোবর পাপ্পুর গাড়িচালকের মাসিক বেতন দেওয়ার কথা ছিল। বেতনের টাকা চালক নষ্ট করে ফেলবেন এই কারণ দেখিয়ে চালকের স্ত্রীর হাতে টাকা দেওয়ার কথা বলে তাকে নিয়ে আসতে বলেন গাড়ির মালিক পাপ্পু খন্দকার। পরে মালিকের কথা অনুযায়ী চালক স্ত্রীকে ওই গাড়িতে করে নিয়ে আসেন। ওই সময় পাপ্পু খন্দকার তার দোকানে চালককে আটকে রেখে গাড়িতেই গৃহবধূকে ধর্ষণ করেন। এরপর আবারও শুক্রবার (৬ নভেম্বর) পাপ্পু চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন। এরপর চালক পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদাতের বিরুদ্ধে পলাশ থানায় অভিযোগ করেন।

মো. হুমায়ূন কবীর জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। ঘটনার শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version