Site icon অবিশ্বাস

নরসিংদীর শিবপুরে শিশু ধর্ষণ, ধর্ষক আটক

নরসিংদীর শিবপুরে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার একদিন পরে থানায় অভিযোগ দেয়া হলে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার বিলসরন এলাকার একটি মাছের ঘের থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক উজ্জ্বল (১৬) উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে উজ্জ্বলকে আসামি করে শিবপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা ও থানা সূত্রে জানা গেছে, শিশুটি গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে একটু দূরে লাউটালে গেলে সেখানে শিশুটিকে ধর্ষণ করে উজ্জ্বল। পরে শিশুটি বাড়িতে এসে ঘটনাটি জানালে পরের দিন শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেন তার মা। পরে ওসি মোল্লা আজিজুর রহমান পুলিশ ফোর্স নিয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টায় স্থানীয় একটি মাছের ঘের থেকে অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেফতার করে। মামলার পরে পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত ধর্ষক উজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

যমুনা টিভি নিউজ

Exit mobile version