Site icon অবিশ্বাস

নলছিটিতে হিন্দু সম্প্রদায়ের পাইত্রা বাগান আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়ার অভিযোগ

ঝালকাঠীর নলছিটি উপজেলার পূর্বকামদেবপুর গ্রামে পাইত্রা বাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে প্রায় ছাই হয়ে গেছে বাগানটি। ২৫ এপ্রিল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের শীতলপাটির শিল্পী বাবুল দত্ত বলেন, দুপুরে হঠাৎ পাইত্রা বাগানে ধোঁয়া দেখা যায়। পরে আগুন নেভানোর অনকে চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। বাগানটির অধিকাংশ পাইত্রা গাছ পুড়ে গেছে। আধা পোড়া হয়েছে অর্ধেক গাছ। এতে অন্তত এক লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছেন তিনি।

পুড়ে যাওয়া বাগানের মালিক বিবেকানন্দ পাটিকর জানান, দুই একর বাগানের প্রায় এক হাজার গাছ পুড়ে গছে। এমনিতেই লকডাউন ও করোনার কারণে শীতলপাটির বিক্রি প্রায় নেই বললেই চলে, এরমধ্যে বাগান পুড়ে যাওয়া ‘মরার ওপর খাঁড়ার ঘা’।

বিবেকানন্দ আরও জানান, আগুন লাগার বিষয়টি জেলা প্রশাসক ও উপজলো নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

নলছিটির ইউএনও রুম্পা শিকদার বলেন, পাটিকররা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় শীতলপাটি শিল্পীরা জানান, পূর্ব কামদেবপুর গ্রাম ও পাশের গ্রাম মিলে অন্তত ৫০টি শীতলপাটি শিল্পী পরিবার রয়েছে। যাদের প্রধান পেশা শীতলপাটি তৈরি করা।

সমকাল

Exit mobile version