Site icon অবিশ্বাস

না’গঞ্জে কাভার্ডভ্যান চাপায় এসআই নিহত

নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যান চাপায় ফরিদ আহমেদ নামে হাইওয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার  জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে ঢাকাগামী কাভার্ডভ্যান ফরিদ আহমেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে যায়।

তিনি আরও জানান, ফরিদ আহমেদ হবিগঞ্জের চুনারুঘাট এলাকার গেড়ারুপ এলাকায় মানিকের ছেলে। তিনি ২০১৮ সালে কাঁচপুর হাইওয়ে যোগদান করেন। এর আগে ২০০০ সালে তিনি কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন।

বাংলা নিউজ

Exit mobile version