Site icon অবিশ্বাস

নাটোরে আনসার আল ইসলামের ৭ জঙ্গি গ্রেফতার

নাটোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ মার্চ) র‍্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার সাত জঙ্গির ৩ জনের বাড়ি চট্টগ্রামে, ২ জনের কক্সবাজারে এবং ২ জন বান্দরবন ও নাটোরের।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সমোদরপাড়া গ্রামের মো. আবু সায়েম (২৬), একই উপজেলার আনিছবাড়ি এলাকার কেফায়েত উল্লাহ (২০), বিল্লাপাড়া এলাকার মো. জোবায়ের আহম্মেদ (১৯), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালাগাজিপাড়ার নুরুল ইসলাম (২১), চকোরিয়া উপজেলার কাকারা এলাকার আনিছ উল্লাহ (২০), বান্দরবন সদর থানার বান্দরবন এলাকার মো. আইজুন নবী ফাহিম (২৫) এবং নাটোরে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মোবারক হোসেন (২৩)।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার রামেশ্বারপুর এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী বই, লিফলেট ও প্রশিক্ষণ নথিসহ তাদের আটক করা হয়। নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বি বার্তা২৪

Exit mobile version