Site icon অবিশ্বাস

নাটোরের বড়াইগ্রামে শিশু গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক শিশু (১১) গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ শাখাওয়া হোসেন (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। ৪ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার উপলশহর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

শাখাওয়াত বড়াইগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপলশহর গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেনের বাড়িতে ১১ বছরের এক শিশু গৃহপরিচারিকার কাজ করত। গত ২২ মে রাতে বাড়িতে কেউ না থাকায় সাখাওয়াত শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে বাবার বাড়িতে পাঠান। বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন প্রভাবশালী সাখাওয়াত হোসেন ও তার লোকজন। অবশেষে বষিয়টি জানাজানি হয়ে গেলে সাখাওয়াত হোসেনকে আটক করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সমকাল

Exit mobile version