Site icon অবিশ্বাস

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রামাইগাছী এলাকায় ও সকালে বড়াইগ্রাম উজেলার শিবপুর এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপচেউলিয়া কান্দাইল গ্রামের মৃত সাদেক শেখের ছেলে সাইফত আলী শেখ (৬৫) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারগোপালপুর গ্রামের মৃত সুকলাল সরদারের স্ত্রী। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিক বিল খালিদ  জানান, গরুবাহী শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন গুরুদাসপুর থেকে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিল। পথে সদর উপজেলার রামাইগাছী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি খাদে পড়ে যায়। এসময় নসিমনচাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গরু ব্যবসায়ী সাইফতের এবং আহত হন গরু ব্যবসায়ী ও রাখালসহ নসিমনে থাকা অপর ১৪ জন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম সিকদার  জানান, সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের শিবপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় রাহেলা বেগম নামে এক নারী নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলা নিউজ

Exit mobile version