Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেসবুক বান্ধবীকে ধর্ষণ ও ভি‌ডিও ধারণ, অভিযুক্ত রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেসবুক বান্ধবীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে নাজমুল হুদা ওরফে শিপলু (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শিপলু ঐ তরুণীকে কম্পিউটার শেখানোর কথা বলে বাসায় ডেকে নেয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ঐ তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার পর শিপলুকে গ্রেফতার ও আপত্তিকর ভিডিও এবং স্থিরচিত্র উদ্ধার করে পুলিশ। ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসিনের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শিপলু সোনারগাঁ উপজেলার আলমদী এলাকার মৃত এমএ বাসেদের ছেলে।

মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই মোফাজ্জেল করিম খান জানান, ফেসবুকের মাধ্যমে ২১ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় নাজমুল হুদা শিপলুর। ঘটনাক্রমে তরুণীকে কম্পিউটার শেখানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে আসে শিপলু। এরপর তরুণীর ইচ্ছের বিরুদ্ধে তাকে জড়িয়ে ধরে মোবাইলে বেশ কয়েকটি ছবি তুলে সে। তাৎক্ষনিক এসব ছবি ডিলিট করতে বললে ওই তরুণীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে শিপলু। একইসঙ্গে হুমকি দিয়ে বলে যখন ডাকবো তখনই আসতে হবে। না আসলে ধারণকৃত ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।

বিডি প্রতিদিন

Exit mobile version