Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার দৌলতপুর এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত রাজিব মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

ফতুল্লা থানার ওসি মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রীকে যৌন হয়নানির অভিযোগে রাজিব মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। আসামি রাজিব মোল্লা পাগলা দৌলতপুর এলাকার খালেক মুন্সির বাড়ির ভাড়াটিয়া মৃত রুহুল আমিনের পুত্র।

পরিবার ও পুলিশ জানায়, বখাটে রাজিব ওই ছাত্রীর পরিবারের পূর্ব পরিচিত। ঘটনার সময় ওই ছাত্রীর বাবা-মা কেউ বাসায় ছিলেন না। এই সুযোগে বখাটে রাজিব মোল্লা ওই ছাত্রীকে তাদের বাসার পাশের একটি পরিত্যক্ত রুমে নিয়ে যৌন হয়রানি করে। এসময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বখাটে রাজিবকে আটক করে গণপিটুনি দেয়। পরে ওই ছাত্রীর মা-বাবা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে রাজিবকে আটক করে থানায় নিয়ে যায়।

বাংলা ট্রিবিউন

Exit mobile version