Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জের বন্দরে কিন্ডারগার্টেনের শিক্ষিকা ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্ডারগার্টেনের এক শিক্ষিকাকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সোমবার (৯ নভেম্বর) রাতে অভিযুক্ত সবুজ দেবনাথকে (৩৩) বন্দরের একরামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। তিনি বন্দরের ফায়ার সার্ভিস গলির স্বপন দেবনাথের ছেলে।

 

এ বিষয়ে ধর্ষণের শিকার শিক্ষিকা বাদী হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বন্দর থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামিকে এ দিন দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ধর্ষণের শিকার শিক্ষিকা জানান, সবুজ দেবনাথ তার বড় ভাইয়ের বন্ধু। সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিল। তিনি মুসলিম হলেও দেড় বছর আগে সবুজ দেবনাথ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। গত ২৫ জুন ওই শিক্ষিকাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন সবুজ দেবনাথ। পরে শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এমন কি ওই শিক্ষিকাকে বাড়ি থেকেও তাড়িয়ে দেন।
বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতেই সবুজ দেবনাথকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version