Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ গ্রেফতার ১

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

২৮ জুন রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাইনাদী নতুন মহল্লাস্থ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম আমির হোসেন পাটোয়ারী। তিনি ওই এলাকার মোহম্মদ উল্লাহ পাটোয়ারীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা করায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলায় হয়েছিল। ওই মামলায় সে পলাতক ছিল। রোববার রাতে তাকে গ্রেফতার করে সোমবার (২৯ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

যুগান্তর

 

Exit mobile version