Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জে কিশোরীকে ‘ধর্ষণ’, ‘জিন সাধক’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ মে রোববার ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কথিত ‘জিন সাধক ও কবিরাজ’ মিন্টু ওরফে মন্টু পচা (৪৩) ও তার সহযোগী মাহাদী হাসান খান (২৭)।

এর আগে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ।

মামলা এজহার সূত্রে জানা যায়, জিন সাধক ও কবিরাজ হিসেবে মন্টু পচা ব্যাপক পরিচিত। সেই সুবাদে ভুক্তভোগী অসুস্থ ওই কিশোরীর সঙ্গে মন্টুর পরিচয় হয়। গত ৮ মে মন্টু তাকে অপহরণ করে কুমিল্লায় অজ্ঞাতস্থানে নিয়ে যান।

পরের দিন ৯ মে কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ কিশোরীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে পুলিশ জানতে পারে কবিরাজ মন্টু মিয়া সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে একটি ঘর থেকে কিশোরীকে উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারের পর নির্যাতনের বিষয়টি কিশোরী তার পরিবারকে জানায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামীম আহমেদ জানান, মামলা দায়েরের পর অভিযুক্তদেরকে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version