Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ইমামের বাড়িতে তিন বিস্ফোরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

 

এর আগে ১১ জুলাই রোববার রাতে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি ধুপতারা ইউনিয়নের নোয়াগাওঁ এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে।

আস্তানার ভেতর আরও বোমা রয়েছে বলে ধারণা করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি রাত ১০টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি ১০টা ৫৪ মিনিটে এবং সর্বশেষটি ১১টা ৮ মিনিটে ঘটে। প্রতিটি বিস্ফোরণের শব্দ ছিল বিকট।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি।

সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।

যুগান্তর

Exit mobile version