Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জে নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুজন হলেন মেহেদী হাসান মুরাদ ও আমানুল্লাহ।

১৩ অক্টোবর রবিবার দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল শমসের উদ্দিন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, শনিবার (১২ অক্টোবর) রাতে ফতুল্লার একটি মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ এলাকায় তাদের কর্মকাণ্ড আরও গতিশীল করতেই এই বৈঠকে সবাই মিলিত হয়েছিল।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের কাছে খবর ছিল ফতুল্লার একটি মাদ্রাসায় নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য মিলিত হয়েছে। সেখানে অভিযান চালিয়ে ওই মাদ্রাসার সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা ব্যাগ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

ঢাকা টাইমস । কালের কণ্ঠ

 

Exit mobile version