নারায়ণগঞ্জে বন্দরে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে উজ্জল মিয়া নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।১৫ নভেম্বর শুক্রবার গভীররাতে বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাড়ি থেকে উজ্জলকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, বন্দর থানার আদমপুর চৌরাস্তা এলাকায় বসবাস করা তরুণী দুই মাস আগে শরীর চর্চার জন্য ভর্তি হন বন্দর গার্লস স্কুল সংলগ্ন দাওয়ান জিমে। সেখানেই পরিচয় হয় জিম মালিক ফারুক মিয়ার ছেলে উজ্জলের সাথে। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে উজ্জল ১৩ নভেম্বর সকালে ফোন করে তরুণীকে তাদের বাড়িতে ডেকে নেন। সেদিন দুপুরে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার তরুণী ঘটনা পরিবার সদস্যদের জানালে পরে মামলা হয়।
বন্দর ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার শিকার তরুণী বাদি হয়ে শুক্রবার রাতে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই উজ্জলকে গ্রেপ্তার করেছে। তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।