Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মাদক মামলার আসামির মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত বিপ্লব মাদক বিক্রেতা ছিলেন বলে দাবি পুলিশের।

সোমবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারি বস্তি এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ডিবি পুলিশের উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, নিহত বিপ্লবের বিরুদ্ধে শুধুমাত্র ফতুল্লা থানাতেই ১৪টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। তিনি শীর্ষ মাদক বিক্রেতা হিসেবে তালিকাভুক্ত মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে যায় ডিবি। এসময় ডিবি সদস্যদের লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি ছোঁড়ে। পরে ডিবি পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পরে সেখানে বিপ্লবের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কামরুল ইসলাম আরও জানান, বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক ওসমান, সহকারী উপপরিদর্শক সোহেলসহ দুই কনস্টেবল আহত হয়েছেন।

সারাবাংলা

Exit mobile version