Site icon অবিশ্বাস

নারায়নগঞ্জ বন্দরে গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত আসামি রিমান্ডে

নারায়নগঞ্জ বন্দরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হেমী ওরফে আব্দুল্লাহ নামের যুবককে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

বুধবার (১৮ মার্চ) সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কোট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, ওই গৃহবধূ ১৬ মার্চ সোমবার তার স্বামীর সাথে অভিমান করে একরামপুরে আন্টির বাসায় চলে আসে। এসময় অভিযুক্ত হেমী ফোন করে গৃহবধূকে জানান, তার স্বামী পেম্পাস নিয়ে যেতে বলেছে। পরে গৃহবধূ তাকে পেম্পাস নিতে আসতে বলে। এসময় হেমী বাড়িতে এসে কাউকে না পেয়ে উপর্যপুরি ধর্ষণ করে ওই গৃগহবধূকে। এ ঘটনায় গৃহবধূ মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ টু ডে

Exit mobile version