Site icon অবিশ্বাস

নাসিক কাউন্সিলরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে আইসিটি আইনে মামলা হয়েছে।

 

১৯ জুলাই সোমবার দুপুরে মো. এমরান হোসেন নামে এক ব্যক্তি ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি (সাইবার ট্রাইব্যুনাল মামলা নং- ২৯০/২০২১) দায়ের করেন। যার ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১) (ক)/২৯(১)/৩৫।

মো. এমরান হোসেন সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী ও সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা তার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে এমরান হোসেনের এডিট করা ছবিসহ আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করে আরেকজনের ম্যাসেঞ্জারে পাঠায়।

এছাড়াও রুহুল আমিন মোল্লা তার ফেসবুক একাউন্ট থেকে বিভিন্ন তারিখে ও সময়ে এমরান হোসেনকে হেয় প্রতিপন্ন করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করে যাচ্ছেন এবং এডিট করা ছবিসহ স্থানীয় একটি পত্রিকায় মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারণার মাধ্যমে বাদীর সামাজিক মানহানি করেছেন।

ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে তদন্তের জন্য পাঠিয়েছেন।

যুগান্তর

Exit mobile version