Site icon অবিশ্বাস

নির্বাচনোত্তর নারায়ণগঞ্জআওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাংচুর-দোকানপাট দখল ॥ অনেক সংখ্যালঘুর আত্মগোপন

রূপগঞ্জের কাঞ্চন, সাওঘাট, ইছাপুর, চাপরি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে ভয়ে অন্যত্র চলিয়া গিয়াছে। এই এলাকায় সত্যরঞ্জন সাহার বাড়িতে হামলা ও ভাংচুর এবং সোনারগাঁও এলাকায় ৮/১০ জন আওয়ামী লীগের নেতার বাড়িঘরে হামলা হইয়াছে। বারদীসহ কয়েকটি এলাকার সংখ্যালঘুরা আত্মগোপন করিয়াছে খবর পাইয়া এমপি অধ্যাপক রেজাউল করিম এলাকায় যান এবংসন্ত্রাসী ঘটনায় লিপ্তদের গ্রেফতার করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান। তিনি সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়া অভয় দিতেছেন। তিনি বলেন, নির্বাচনে পরাজিত শক্তি বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য সুকৌশলে আমাদের নামে অপকর্মে নামিয়াছে। পঞ্চবটির হরিহর পাড়ায় সংখ্যালঘু একটি পরিবারকে মারপিট করা হইয়াছে। এই আসনের এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন সন্ত্রাসী আমাদের দলের হইলেও গ্রেফতারের জন্য পুলিশকে বলিতেছি। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা সত্য নয়। ব্যক্তিগত শত্রুতার কারণে দিলীপকে না পাইয়া ৪/৫ জন কিশোর তার বাবাকে চড় থাপ্পর মারে ।

দৈনিক ইত্তেফাক, ৮ অক্টোবর ২০০১

Exit mobile version