Site icon অবিশ্বাস

নিশ্চয়ই কোনও অপরাধে জড়িত ছিলেন বলেই গ্রেফতার, শরিয়ত বয়াতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী

ধর্ম নিয়ে কথিত কটুক্তির অভিযোগে ড্রাকুনিয়ান ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার বাউল শরিয়ত সরকারের নিপীড়নমূলক গ্রেফতারের পক্ষেই সাফাই গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে জাসদের সংসদ সদস্য হাসানুল হক ইনুর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ বিশেষ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাউল শিল্পী শরিয়ত বয়াতির গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘নিশ্চয়ই কোনও অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন আরো, ‘বাউল শিল্পীরা এমন কোনও কাজ যেন না করেন, যে কাজের জন্য বিশ্ব ঐতিহ্যে স্থান করে নেওয়া বাউল গান প্রশ্নবিদ্ধ হয়। এ ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার। তাদেরও সচেতন করা দরকার।’

শরিয়ত বয়াতিকে গ্রেফতারের তথ্য জানিয়ে ইনু বলেন, ‘আইসিটি আইনে শরিয়ত বয়াতিকে গ্রেফতার করা হয়েছে। এরপর ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে বাউল শিল্পীদের চুল কেটে দেওয়া হচ্ছে। গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসকেরা যে জবরদখলের রাজনীতি শুরু করেছিলেন, তখন যাত্রা, পালাগানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন; তার রেশ এখনও চলছে।’

এ সময় বাউল গান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উদ্দেশে ইনু বলেন, ‘আপনার সরকার বিশ্ব ঐতিহ্যের বাউল সম্প্রদায়কে রক্ষা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেবে কিনা?’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উদ্যোগ নিয়ে বাউল গানকে বিশ্ব ঐতিহ্যে হিসেবে প্রতিষ্ঠিত করেছি। বাউল গানের তো কোনও দোষ নেই। কিন্তু বাউল গান যারা করেন, তাদের ব্যক্তিবিশেষ কোনও অপরাধে জড়িত হলে আইন তার আপন গতিতে চলবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে গানের কোনও সম্পর্ক নেই। আর যারা বাউল গান করছেন, তারা সবাই অপরাধের ঊর্ধ্বে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? বাউল শিল্পীরা কোনও অপরাধ করেন না বা করেননি—এটা তো ঠিক নয়। নিশ্চয়ই কোনও অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে।’

বাংলা ট্রিবিউন

Exit mobile version