Site icon অবিশ্বাস

নীলফামারীর সৈয়দপুরে ছাত্রীকে উত্ত্যক্ত, মুদি দোকানির কারাদন্ড

নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রেয়াজুল ইসলাম (৩৫) নামে এক মুদি দোকানদারকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ জুন শুক্রবার রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া ওই দণ্ডাদেশ প্রদান করেন। সূত্র মতে, সৈয়দপুর শহরের রাজ্জাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত মুদি দোকানদার রেয়াজুল ইসলাম। ছাত্রীটি এ ঘটনা তার বাবা-মাকে জানালে তারা সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জনকণ্ঠ

Exit mobile version