Site icon অবিশ্বাস

নেত্রকোণায় প্রতিবন্ধী তরুণীকে ‘ধর্ষণ’, যুবক আটক

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে; এ ঘটনায় এক পুলিশ যুবককে আটক করেছে। ১৭ জুন সোমবার বাউশি ইউনিয়নের শেখেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে মেয়েটির (২০) বাবা বারহাট্টা থানায় করা মামলায় উল্লেখ করেছেন।

ধর্ষণে জড়িত সন্দেহে ১৮ জুন মঙ্গলবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে আল-আমীন (৩০) নামে এক যুবককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আল-আমীন উপজেলার বাউশি ইউনিয়নের শেখেরপাড়া গ্রামের শান্ত ফকিরের ছেলে।

বুধবার অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মোহাম্মদ শফিউল আলম ও বারহাট্টা থানার ওসি বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, অন্যদিনের মতো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে সোমবার সকালেও অন্যের বাড়িতে কাজ করতে যান বাবা ও মা।“এই সুযোগে আল-আমীন ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। এলাকার লোকজনের উপস্থিতি টের পেয়ে আল-আমীন পালিয়ে যায়।” পরে প্রতিবেশীরা মেয়েটির মা-বাবাকে খবর দেন। এরপর মেয়েটির বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন বলে ওসি জানান। আল-আমীনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষার করা হয়েছে।

বিডি নিউজ

Exit mobile version