Site icon অবিশ্বাস

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণের শিকার তরুণীর মামলা

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণের শিকার তরুণী নিজে বাদী হয়ে দু’জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা হল দুওজ ইউনিয়নের হরিপুর বানিয়াগাতী গ্রামের রাসেল মিয়া ও তেলিগাতী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মামুন মিয়া। থানা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে রাসেল মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১১ নভেম্বর রাত সাড়ে ১১টায় রাসেল মিয়া তরুণীর বাড়িতে বেড়াতে আসে। তাদের মধ্যে প্রেমালাপের একপর্যায়ে রাসেল মিয়া তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। তরুণীর আর্তচিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে রাসেল মিয়া ও তার সহযোগী মামুন মিয়া পালিয়ে যায়।

যুগান্তর

Exit mobile version