Site icon অবিশ্বাস

নেত্রকোনার কলমাকান্দায় প্রতিমা ভাঙচুর, থানায় মামলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের নাউরীপাড়া সার্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে ধর্মীয় সন্ত্রাসীরা।

 

এ ব্যাপারে ওই গ্রামের মৃত রমনী মোহন রায়ে ছেলে পরিমল রায় বাদী হয়ে কলমাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৈলাটি ইউনিয়নের নাউরীপাড়া সার্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ৮ মার্চ রবিবার মধ্যে রাত থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময়ে অরক্ষিত টিনের চালাঘরের কালী মন্দিরের দরজা ও জানালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ওই ভাঙচুর চালায়। রবিবার সকালে মন্দিরের সংলগ্ন বাড়ির সজল রায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। তখন রাস্তার উপর মাথাবিহীন একটি প্রতিমা পড়ে আছে দেখতে পেয়ে তাৎক্ষণিক কালী মন্দিরে গিয়ে দেখেন ওই মন্দিরে দরজা জানালা ভাঙ্গা দেখতে পায়। ভিতরে ঢুকে দেখতে পান আরো একটি প্রতিমা ভাঙচুর করে ফেলে রেখেছে। পরে এলাকাবাসীসহ ইউপি চেয়ারম্যান, প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে ইতিমধ্যেই দুর্গাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান, সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শফিকুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভাঙচুর হওয়া প্রতিমাগুলোকে থানায় জব্দ করে নিয়ে আসেন পুলিশ প্রশাসন।

কালের কণ্ঠ

Exit mobile version